ভারতের কেন্দ্রীয় সরকার নির্দেশ অনুসারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছিল যে, এই চলতি মাসের অর্থাৎ মার্চ মাসের ৩১ তারিখ প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক (Pan Aadhaar Link) করার শেষ দিন। এরপর অর্থাৎ ১লা এপ্রিল থেকে যেসমস্ত ব্যক্তিরা প্যান ও আধার কার্ড লিঙ্ক করবেন না তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে চলেছে। আর তাতেই একদিকে যেমন দেশ জুড়ে প্যান ও আধার কার্ড লিঙ্ক (Pan Aadhaar Link) করার হিড়িক পড়ে গিয়েছে, অন্যদিকে ঠিক তেমনভাবেই অধিকাংশ নাগরিকরা জানতে চাইছেন প্যান ও আধার লিঙ্ক না করলে কি কি সমস্যা হতে পারে।
ভারতীয় জনসাধারণ এই সমস্ত প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, বিভিন্ন ক্ষেত্রের রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্যান এবং আধার লিংক না করার কারণে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কোনো ব্যক্তি আয়কর রিটার্ন ফাইল করলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে তা প্রত্যাখ্যান করা হতে পারে। কোনোক্ষেত্রে যদি ইনকাম ট্যাক্স আটকে থাকে তবে কোনোভাবেই তা ফেরত পাওয়া যাবে না, এছাড়াও কোনোভাবেই রিফান্ড পাওয়াও সম্ভব নয়। তবে এখানেই শেষ নয়, ১লা এপ্রিলের পর যেসমস্ত ব্যক্তির প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তাদের ক্ষেত্রে উচ্চহারে TCS বা TDS কাটা হবে, এমনকী TCS বা TDS সার্টিফিকেটও কোনোভাবেই পাওয়া সম্ভব নয়।
এছাড়াও এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে 26AAS ফর্মে TCS বা TDS দেখানো হবে না। অন্যদিকে, যেসমস্ত ব্যক্তিদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তারা 15H বা 15G দেখাতে পারবেন না এমনটাই জানানো হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে প্রকাশিত তথ্যে। তবে এখানেই শেষ নয়, যে সকল ব্যক্তিদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তাদের ব্যাংকিংয়ের ক্ষেত্রেও নানাধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, যেসমস্ত ব্যক্তিরা আধার ও প্যান কার্ড লিঙ্ক করবেন না তারা নতুন করে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবং ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডও ইস্যু করতে পারবেন না।
আবেদন করুন বাংলা কৃষি সেচ যোজনায় এবং পেয়ে যান সেচ কাজের জন্য ভালো পরিমান টাকা
এছাড়াও জানা গিয়েছে যে, যেসকল ব্যক্তিদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তারা একদিনে ৫০ হাজার টাকার বেশি নগদ টাকা ব্যাংকে কিংবা পোস্ট অফিসে জমা করতে পারবেন না, এমনকী একদিনে ৫০,০০০ টাকার বেশি ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে-অর্ডারও কিনতে পারবেন না এই সমস্ত ব্যক্তিরা। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, ১লা এপ্রিলের পর প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে একজন ব্যক্তি কোনোভাবেই ৫০ হাজার টাকার বেশি মিউচুয়াল ফান্ড ইউনিট কিনতে পারবেন না। অন্যদিকে, এককালীন ২ লক্ষ টাকার বেশি দামের কোনো পণ্য কিনতে বা বিক্রি করতে পারবেন না এই সকল ব্যক্তিরা, এমনটাই জানানো হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে প্রকাশিত নির্দেশিকায়।
৩রা এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে বন্ধ থাকতে চলেছে সমস্ত কিছু। বিজ্ঞপ্তি প্রকাশ অর্থদপ্তরের
NBFCs এর তরফে প্রকাশিত তথ্যে আরো জানা গিয়েছে যে, প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে একজন ব্যক্তি একদিকে যেমন ১ দিনে ৫০ হাজার টাকার বেশি টাকার লেনদেন করতে পারবেন না, অন্যদিকে ১ বছরে ২.৫ লক্ষ টাকার বেশি টাকা লেনদেন করা কোনোভাবেই সম্ভব হবে না। অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে একজন ব্যক্তি এক বছরে ব্যাঙ্ক ড্রাফট, পে-অর্ডার বা ব্যাঙ্কারের চেকের মাধ্যমে ৫০,০০০ টাকার বেশি অংকের টাকার লেনদেন করতে পারবেন না।
এছাড়াও কেন্দ্র সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে ভারতীয় জনগণ কোনোভাবেই পাসপোর্ট -এর জন্য আবেদন জানাতে পারবেন না। এমনকী কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের তরফে জারি করা কোনোরকম প্রকল্পের সুবিধা পাবেন না ভারতবাসী। অর্থাৎ রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার যেকোনো ক্ষেত্রে যে কোনোরকম সুবিধা পাওয়ার জন্য আপনাকে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে হবে। আপনিও যদি এখনো পর্যন্ত প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বা এসএমএস -এর মারফত অত্যন্ত সহজেই আপনার প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।