সমগ্র বিশ্বজুড়ে মানুষ বর্তমানে ক্যাশলেশ লেনদেনের দিকে ঝুঁকেছে। আর ভারতের সাধারণ মানুষ কখনোই বিশ্বব্যাপী ট্রেন্ডের বিরুদ্ধে যায়নি। ফলত বিশ্বের অন্যান্য দেশের মতোই ভারতের সাধারণ মানুষও ক্রমান্বয়ে ক্যাশলেশ লেনদেনকে আপন করে নিয়েছে। আর এক্ষেত্রে মানুষের সহায় হয়েছে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ফোনপে, গুগল পে, পেটিএম সহ অন্যান্য অ্যাপগুলির ওপর। এমনকী বর্তমানে ভারতের বিভিন্ন ক্ষেত্রের মানুষ টাকা তোলার জন্য ব্যাংকেও যেতে রাজি নয়। অধিকাংশ ক্ষেত্রেই মানুষ ব্যাংকের লম্বা লাইন এড়াতে ডেবিট কার্ড কিংবা এটিএম কার্ডের মাধ্যমে নিজের নিকটবর্তী যেকোনো এটিএম থেকে প্রয়োজন অনুসারে টাকা তুলে থাকেন।
তবে অনেক ক্ষেত্রেই ডেবিট কার্ড কিংবা এটিএম কার্ড না থাকার কারণে প্রয়োজনের সময়ে সাধারণ মানুষ এটিএম থেকে টাকা সংগ্রহ করতে পারেন না। আর তাই সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এনসিআর কর্পোরেশন-এর তরফে এমন এক নতুন নিয়ম কার্যকরী করা হয়েছে, যার মাধ্যমে সাধারণ নাগরিকরা এটিএম কার্ড কিংবা ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। তবে এক্ষেত্রে নাগরিকদের প্রয়োজন হতে চলেছে গুগল পে, ফোনপে, পেটিএম-এর মতো UPI অ্যাপগুলি।
চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক যে কিভাবে আপনারা গুগল পে, ফোনপে কিংবা পেটিএম-এর মতো অ্যাপগুলির মাধ্যমে এটিএম থেকে টাকা তুলতে পারবেন:-
১. উপরোক্ত ইউপিআই অ্যাপগুলির মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রথমেই আপনাকে যেকোনো ইউপিআই পরিষেবাযুক্ত এটিএম-এ যেতে হবে। পরবর্তীতে এটিএমের স্কিনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে আপনাকে UPI অপশনটি বেছে নিতে হবে।
নিজের মোবাইল দিয়ে করুন লোকাল ট্রেনের টিকিট বুক। রইলো পদ্ধতি।
২. এরপর এটিএম-এর স্ক্রিনে আপনাকে একটি কিউআর কোড দেখাবে। এই কিউআর কোডটিকে গুগল পে, ফোনপে অথবা পেটিএম-এর মতো যেকোনো একটি ইউপিআই অ্যাপের মাধ্যমে স্ক্যান করতে হবে।
৩. স্ক্যান করা হলেই আপনি কতো টাকা তুলতে চাইছেন তা আপনাকে লিখতে হবে এবং পরবর্তীতে Proceed অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার UPI পিনটি সঠিকভাবে লিখলেই এটিএম কার্ড কিংবা ডেবিট কার্ড ছাড়াই আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
তবে এক্ষেত্রে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে তা হলো:-
১. এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ইউপিআই পরিষেবাযুক্ত এটিএম-এ যেতে হবে।
২. টাকা তোলার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে টাকার অংক যেনো ৫০০০ টাকার বেশি না হয়।
৩. এর পাশাপাশি টাকা তোলার সময়ে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকা অবশ্যই প্রয়োজনীয়।
৪. উপরোক্ত পদ্ধতিতে টাকা তোলার সময় আপনার ফোনে গুগল পে, ফোনপে অথবা পেটিএম-এর মতো যেকোনো একটি ইউপিআই অ্যাপ ইন্সটল করে রাখা আবশ্যক।