you-get-80000-rupees-in-your-bank-account-from-br-ambedkar-awas-yojana-if-you-have-bpl-card
Advertisement

ভারত একটি তৃতীয় বিশ্বের দেশ এবং এই দেশের অধিকাংশ মানুষই এখনো দারিদ্র সীমার নিচে অবস্থান করছেন। দেশ যতই উন্নত হোক না কেন, দেশের বিভিন্ন প্রান্তে গরিবের সংখ্যাটা কিন্তু একই রয়েছে। বিভিন্ন সময় দেখা যায় এই হতদরিদ্র মানুষদের মাথার ছাদ টুকু নেই। কারো বাড়ি থাকলে দেখা যায় সেই বাড়িতে বর্ষার জল চুঁইয়ে পরে, কিংবা কারো বাড়ির ছাদ ফুটো। এইসব মানুষদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার শুরু করেছে আবাস যোজনা। ভারতের বিভিন্ন প্রান্তে কয়েক লক্ষ মানুষ এই যোজনার আওতায় বানাতে পেরেছেন নিজের বাড়ি। দরিদ্র মানুষদের অন্য সংস্থান এবং বাসস্থান দিতে বদ্ধপরিকর থাকে সরকার। এবার গরিব মানুষদের বাসস্থানের সমস্যা মেটাতেই এক নতুন প্রকল্প শুরু করল কেন্দ্রীয় সরকার।

Advertisement

কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে শুরু করা হয়েছে ‘বি আর আম্বেদকর আবাস সংস্কার যোজনা’। এই যোজনা সমাজের সকল শ্রেণীর দরিদ্র মানুষদের জন্য। এতদিন পর্যন্ত এই প্রকল্প শুধুমাত্র দেওয়া হতো তপশিলি জাতি কিংবা উপজাতি অন্তর্ভুক্ত মানুষদের। তবে এবার তা সর্বসাধারণের জন্য খুলে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। যাদের রেশন কার্ড বিপিএল অর্থাৎ বিলো পভারটি লাইন ক্যাটাগরির সকলে পাবেন এই সুবিধা। আপনার যদি বিপিএল রেশন কার্ড থাকে তাহলেই আপনি পেতে চলেছেন নিজের বাড়ি। অবশ্য সব বিপিএল রেশন কার্ডধারীরা বাড়ি পাবেন না। যাদের বাড়ি নেই তারাই একমাত্র বাড়ি পাবেন। বলা ভালো বাড়ি নয়, বাড়ি বানানোর টাকা পাবেন।

Advertisement

আরও পড়ুন:- এখনো করেননি প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক? আপনার জন্য কি শাস্তি অপেক্ষা করছে জেনে নিন।

প্রসঙ্গে জানাতে গিয়ে কেন্দ্রীয় কর্তা ডিসি কুমার গর্গ জানান, এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা। শুধু সমাজের তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য। তবে এবার থেকে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে টাকা বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা।তার ঘোষণা অনুযায়ী, প্রকল্পের আওতায় আসা সকল নাগরিককে ৮০ হাজার টাকা করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে।

তবে এক্ষেত্রে সরকারের তরফে বেশ কিছু শর্তাবলী রাখা হয়েছে। এই সম্বন্ধে আপনাদের আগেই বলেছি। যাদের বিপিএল রেশন কার্ড আছে শুধুমাত্র তারাই এই প্রকল্পের আওতায় পড়বেন। একইসঙ্গে আবেদনকারীর বাড়ী থাকাও যাবে না। তবে যাদের বিপিএল কার্ড নেই, বাড়িও নেই কিংবা বাড়ি মেরামতি করা খুব প্রয়োজন, তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন।