you-will-get-confirm-train-ticket-by-using-this-technique
Advertisement

প্রতিদিন প্রায় কয়েক কোটি মানুষ ভারতীয় রেলে চলাফেরা করেন। ট্রেন ভারতীয় পরিবহনের মেরুদন্ড। বর্তমানে রেলপথে ভারতের অন্যতম প্রধান গণপরিবহন মাধ্যম। বিশ্বের অন্যতম বড় রেলওয়ে নেটওয়ার্ক থাকা সত্বেও ভারতের জনসংখ্যার সাপেক্ষে ভারতীয় রেলের ট্রেনের সংখ্যা ততটা বৃদ্ধি পায়নি। তাই এখনো রিজার্ভড ট্রেনের কনফার্ম সিট পেতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয় যাত্রীদের। তবে আজ আপনাদের এমন একটি কৌশলের কথা বলব যাতে আপনি অধিকাংশ সময়েই নিজের টিকিট কনফার্ম করে নিতে পারেন। বিস্তারিত জানতে পড়তে থাকুন প্রতিবেদনটি।

Advertisement

এই পদ্ধতির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এতে আপনাকে তৎকাল টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না কিংবা বেশি দাম দিয়ে টিকিটও কিনতে হবে না। শুধুমাত্র আপনার ভাগ্য আপনার প্রতি সহায় হলেই কাজ হয়ে যাবে। যেহেতু ভাগ্য সহায় থাকার কথা বলছি তাই বুঝতেই পারছেন প্রতিবার যে এই কৌশলেই কাজ হয়ে যাবে এমনটা নয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই আপনি লাভবান হবেন এই পদ্ধতির মাধ্যমে। কিছু ক্ষেত্রে এক্সট্রা টাকা না লাগলেও এমন হতে পারে যে কনফার্ম টিকিটের জন্য আপনাকে সামান্য বেশি খরচ করতে হল। কিন্তু আবারো বলছি সেই খরচ নিতান্তই সামান্য বেশি। তবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে চটজলদি নিজের টিকিট কনফার্ম করবেন।

Advertisement

চলুন আপনাকে একটি উদাহরণ দিয়ে এই পদ্ধতিটি বোঝাই। আপনার গন্তব্য যেখানেই থাকুক না কেন সেই রুটের, কিছু প্রধান ট্রেনে আপনি এটি চেষ্টা করে দেখতে পারেন। ধরুন আপনি A থেকে B পর্যন্ত যাবেন। কিন্তু আপনার ট্রেনে কোন খালি সিট খুঁজে পাননি। এক্ষেত্রে আপনার কি করনীয়? আপনি সেক্ষেত্রে A থেকে B-এর পরবর্তী কোন জায়গা পর্যন্ত টিকিট কাটুন। ধরা যাক, আপনি A বিন্দু থেকে C বা D বিন্দুর টিকিট কাটলেন। B পর্যন্ত ট্রেনের সিট না পেলেও হয়তো আপনি C বা D পর্যন্ত যাওয়ার জন্য সিট পেয়ে গেলেন। এরপর আপনি ট্রেনে উঠবেন এবং আপনার গন্তব্য অর্থাৎ B তে চলে আসার পর ট্রেন থেকে নেমে যাবেন। এতে আপনার সামান্য বেশি কিছু টাকা লাগতে পারে অথবা নাও লাগতে পারে। কিন্তু অধিকাংশ সময়েই টিকিট কনফার্ম হয়ে যাবে।

আরও পড়ুন:- এবার রেশনের সঙ্গে পাওয়া যাবে টাকাও। তাও আবার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। রাজ্য সরকার চালু করলো নতুন নিয়ম।

এক্ষেত্রে আরেকটি তাৎপর্যপূর্ণ জিনিস আপনার লক্ষণীয় হওয়া উচিত। তৎকালে যদি আপনি টিকিট কাটতে যান, সেক্ষত্রে আপনাকে ৩০%-৪০% দাম বেশি দিতে হবে। যদি ১২০০ টাকার ট্রেন টিকিট হয় তাহলে আপনাকে দিতে হবে ১,৮০০-২,০০০ টাকা। কিন্তু পূর্বে আপনাকে যে পদ্ধতিটি বললাম তাতে আপনাকে হয়তো ১০০-২০০ টাকা বেশি দিতে হবে। তবে অধিকাংশ ক্ষেত্রেই আপনি কনফার্ম টিকিট পেয়ে যাবেন। কিন্তু আবার বলে রাখি এই পদ্ধতি কিন্তু সব সময় কার্যকরী নাও হতে পারে। কিছুটা আপনার ভাগ্যের ওপরেও নির্ভর করবে বিষয়টি।