yuvashree-prakalpa-status-check
Advertisement

পশ্চিমবঙ্গে বসবাসকারী কর্মহীন বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে যেসমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই সমস্ত প্রকল্পের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। তবে যুবশ্রী প্রকল্পের অধীনে আবেদন জানানোর পর আগামীতে কারা এই প্রকল্পের অধীনে টাকা পেতে চলেছেন তা নিয়ে অধিকাংশ যুবক-যুবতীই ধন্ধে থাকেন। এমনকী অধিকাংশ ক্ষেত্রেই যুবক-যুবতীরা যুবশ্রী প্রকল্পের অধীনে তারা আদৌও টাকা পাবেন কিনা তা জানবেন কিভাবে তা সঠিকভাবে জানেন না। আর তাই পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের মধ্যে যুবশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক (Yuvashree Prakalpa Status Check) করার পদ্ধতি নিয়ে নানাধরনের প্রশ্ন উঠেছে।

Advertisement

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

আর এই সমস্ত প্রশ্নের উত্তরে সমগ্র রাজ্যের যুবক-যুবতীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, এখন আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে মাত্র ২ মিনিটে যুবশ্রী প্রকল্পের আওতায় আপনার টাকা পেতে চলেছেন কিনা তা জেনে নিতে পারবেন। তবে এর জন্য আপনাকে প্রথমেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.employmentbankwb.gov.in/ -এ যেতে হবে। পরবর্তীতে হোম পেইজে থাকা TRACK STATUS FOR ENROLLMENT AND YUVASREE অপশনে আপনাকে ক্লিক করতে হবে।

Advertisement

এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার JOBSEEKER ID টি সঠিকভাবে লিখে SECURITY CODE টি পূরণ করে SUBMIT অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন ইন্টারফেজ আসবে যাতে আপনি আপনার নাম এবং আপনার আবেদনটি যুবশ্রী আওতায় গৃহীত হয়েছে কিনা তা দেখতে পারবেন। এভাবেই আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে নিজের JOBSEEKER ID দিয়ে আগামী দিনে আপনারা যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান পাবেন কিনা তা জানতে পারবেন (Yuvashree Prakalpa Status Check)।

শুরু হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া। আপনি কবে টাকা পাবেন জেনে নিন

ইতিপূর্বে রাজ্য সরকারের জানানো হয়েছে যে, প্রতিবছর যুবশ্রী প্রকল্পের আওতায় ১ লক্ষ যুবক-যুবতীকে অনুদান দেওয়া হয়ে থাকে। তবে আপনি যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান পাবেন কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার পারিবারিক অবস্থার ওপর। এছাড়া রাজ্য সরকারের তরফে এও জানানো হয়েছে যে, আবেদনকারীদের যুবশ্রী প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে যাতে কোনোরকম সমস্যার না হয় তার জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে কার্যকর করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, যুবক-যুবতীদের ঝক্কি কমাতে আগামী দিনে আবেদনকারীরা যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান পাবেন কিনা তা জানার পদ্ধতিটিও অনলাইনে মাধ্যমেই কার্যকর করা হয়েছে।