yuvasree-prakalpa-apply-has-been-started-in-a-new-way

বর্তমানে দৈনন্দিন জীবনের প্রতিটি জিনিসের মূল্য এখন আকাশছোঁয়া, আর তার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বেড়েই চলছে বেকারত্বের সংখ্যা। ঘরে ঘরে আজ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী নিয়েও যুবক-যুবতীরা হয় বেকার বসে রয়েছেন কিংবা সংসার চালানোর মতন যেকোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে পরিস্থিতির সাথে আপোষ করতে বাধ্য হয়েছেন (Yuvasree Prakalpa Apply)।

এইসমস্ত কর্মহীন যুব সম্প্রদায়ের দুরাবস্থার কথা ভেবেই কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যের সরকার নানান ধরণের ভাতা বা প্রকল্পের সুবিধা চালু করেন, যাতে সামান্য কিছু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন বেকার যুবক-যুবতীগণ। আর ভাতা বা প্রকল্প চালুর ব্যাপারে অন্যতম অগ্রগন্য ভূমিকা পালন করে চলেছেন আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর উদ্যোগে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতী দের জন্য রয়েছে যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa Apply)। যার আওতায় প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে ভাতা রাজ্যের যেকোনো কর্মহীন যুবক-যুবতীগণ পেয়ে যাবেন। আসুন তাহলে এক নজরে এই যুবশ্রী প্রকল্পের বিষয়ে খুঁটিনাটি সমস্ত তথ্য জেনে নেওয়া যাক।

প্রকাশিত হলো কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী অনুদানের লিস্ট। আপনি টাকা পাবেন কিনা এখনই চেক করুন।

যুবশ্রী প্রকল্পের জন্য আবেদনকারীর যোগ্যতা :-
১. যুবশ্রী প্রকল্পের অধীনে আসার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. তার বয়স নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে।

৩. আবেদনকারীকে মাধ্যমিক পাশ করে যেকোনো জাতীয় প্রশিক্ষণের সাথে যুক্ত থাকতে হবে।

৪. যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে। কোনোরকমের কাজের সাথে যুক্ত থাকলে এই ভাতার জন্য সে অনুপযুক্ত।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

প্রয়োজনীয় নথিসমূহ :-
যুবশ্রী প্রকল্পের ভাতা পেতে গেলে আবেদনকারীর নিম্নলিখিত নথির প্রয়োজন

১. আধার কার্ড।
২. ভোটার আইডি কার্ড।
৩. মাধ্যমিকের মার্কশিট।
৪. ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর বিশদ বিবরণী (পাসবুকের প্রথম পৃষ্ঠার কপি।
৫. ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অধীনে থাকতে হবে।
৬. পাসপোর্ট সাইজ ফটো।

আবেদন প্রক্রিয়া :-
পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো বেকার যুবক বা যুবতীকে যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে।

১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে https://employmentbankwb.gov.in/ -এ গিয়ে ক্লিক করতে হবে।

২. এই ওয়েবসাইটে যাওয়ার পর রেজিস্ট্রেশন করতে হবে।

৩. New Enrollment Job Seeker অপশন টিতে ক্লিক করে এরপর Accept অপশনে ও তারপর Continue অপশনে ক্লিক করতে হবে।

৪. তারপর একটি Online Application Form আসবে। সেখানে আবেদনকারীর সম্পূর্ণ তথ্য দিয়ে ফর্মটিকে পূরণ করতে হবে।

৫. এরপর আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার স্ক্যান করে নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।

৬. সবশেষে Submit অপশন টিতে ক্লিক করে নিয়ে এই এপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে।

এপ্রিল মাসে ছুটির বাহার, সরকারি অফিস থেকে শুরু করে স্কুল-কলেজ। আপনি কবে কবে ছুটি পাচ্ছেন দেখে নিন

এরপর আবেদনকারীর নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আগামী ৬০ দিনের মধ্যে এপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটি জমা করতে হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার ভারপ্রাপ্ত আধিকারিক সেই ফর্মের যাচাই করবেন। তারপর আবেদনকারীর ফোন নাম্বার এ একটি User Id এবং Password আসবে। এক্ষেত্রে মনে রাখা আবশ্যিক অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট আউট টি ৬০ দিনের মধ্যেই জমা করতে হবে নাহলে উক্ত ফর্ম টি বাতিল হয়ে যাবে। ফর্ম জমা করার কিছুদিনের মধ্যে নির্বাচিত কর্মহীন যুবক-যুবতী দের নামের লিস্ট বের হবে এবং পরের মাস থেকে তারা ১৫০০ টাকা করে বেকার ভাতা পাবেন।

সবশেষে বলা যায়, চাকরির এই দূরমূল্যের বাজারে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর বেকার ও শিক্ষিত যুব সম্প্রদায়ের প্রতি এই ইতিবাচক উদ্যোগ কর্মহীন যুবক-যুবতীদের জীবনে আশার আলো জাগিয়ে তোলে। সাধারণ মানুষ রাজ্য সরকারের এই যুবশ্রী প্রকল্পকে সাধুবাদ জানান।