yuvasree-prakalpa-new-list-has-been-published-check-your-name

পশ্চিমবঙ্গে বসবাসকারী বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য রাজ্য সরকারের তরফে যুবশ্রী প্রকল্পের আওতায় বেকার ভাতা কার্যকর করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের অধিনস্থ কর্মসংস্থান বিভাগের তরফে কার্যকরী এই প্রকল্পের আওতায় বেকার যুবক-যুবতীদের প্রত্যেক মাসে ১৫০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। তবে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের যুবক-যুবতীদের তরফে বারংবার অভিযোগ করা হয়েছে যে, বহুদিন পূর্বে আবেদন করলেও যুবশ্রী প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত তারা অনুদান পাবেন কিনা এই বিষয়টি জানা যায়নি। যার ফলে যুবশ্রী প্রকল্পের আওতায় কবে অনুদান পাওয়া যাবে তা নিয়ে যুবক-যুবতীদের মধ্যে প্রশ্নের শেষ নেই (Yuvasree Prakalpa New List)।

আর এই সমস্ত প্রশ্নের উত্তরে যুবক-যুবতীদের জানিয়ে রাখি যে, আজ অর্থাৎ ১২ই এপ্রিল, ২০২৩ তারিখে রাজ্য সরকারের তরফে নতুন করে কারা যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান পেতে চলেছেন তাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে (Yuvasree Prakalpa New List), এমনটাই জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে কার্যকরী বিজ্ঞপ্তিতে। এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক -এর অফিসের ওয়েবসাইট https://www.employmentbankwb.gov.in/ থেকে আপনারা এই প্রকল্পের এই নতুন তালিকা দেখতে পাবেন। নতুন তালিকায় যেসমস্ত আবেদনকারীদের নাম থাকবে তাদের আগামী দিনে Annexure I এবং Annexure II নামক দুটি ফর্ম পূরণ করতে হবে। তবে বর্তমানে রাজ্য সরকারের তরফে শুধুমাত্র Annexure I ফর্মটি পূরণ করার পোর্টাল চালু করা হয়েছে। যদিও এখনই আপনারাই ফর্মটি পূরণ করতে পারবেন না। রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে ১৭ই এপ্রিল, ২০২৩ তারিখ থেকে যেসকল ব্যক্তিদের নাম এই নতুন তালিকা নথিভুক্ত রয়েছে তারা এই ফর্মটি পূরণ করতে পারবেন।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে যুবশ্রী প্রকল্প সম্পর্কিত এই নতুন তালিকাটি প্রকাশ করায় যথেষ্ট খুশি হয়েছেন সমগ্র রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল শ্রেণীর যুবক-যুবতীরা। মনে করা হচ্ছে, আগামী দিনে খুব শীঘ্রই এই সমস্ত যুবক-যুবতীরা যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান পাবেন। সুতরাং, আপনি যদি ইতিপূর্বে যুবশ্রী প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়ে থাকেন তবে আজই দেখে নিন যুবশ্রী প্রকল্পের এই নতুন তালিকায় আপনার নাম রয়েছে কিনা।

রাজ্য সরকারের তরফে প্রকাশিত যুবশ্রী প্রকল্পের তালিকাটি দেখার জন্য আপনাকেও এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://www.employmentbankwb.gov.in/ -এ যেতে হবে। এরপর হোম পেইজে থাকা VIEW YUVASREE WAITING LIST অপশনে আপনাকে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলেই রাজ্য সরকারের তরফে প্রকাশিত যুবশ্রী প্রকল্পের সুবিধাভোগীর তালিকাটি আপনার ফোনে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এরপরই এই তালিকা থেকে আপনি দেখে নিতে পারবেন যুবশ্রী প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে আপনার নাম রয়েছে কিনা।

সরাসরি যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা দেখতে ক্লিক করুন- Link

তবে যেসমস্ত যুবক-যুবতীরা এখনো পর্যন্ত যুবশ্রী প্রকল্পের আওতায় আবেদন জানাননি এবং আবেদন জানাতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, পশ্চিমবঙ্গে বসবাসকারী যেকোনো রকম সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত নয় এরকম ১৮ থেকে ৪৫ বছর বয়সী যুবক-যুবতীদের যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান দেওয়া হয়ে থাকে। এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এই প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন। তবে এই প্রকল্পের অধীনে আবেদন জানানোর ক্ষেত্রে আবেদনকারী যুবক-যুবতীকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে।

ইউটিউবে ভিডিও তৈরির মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন? রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট প্রয়োজন হয়ে থাকে। অন্যদিকে, যেসমস্ত আবেদনকারীরা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট প্রয়োজন হবে। সুতরাং, আপনিও যদি এখনো পর্যন্ত এই প্রকল্পের আবেদন না করে থাকেন তবে আজই আবেদন করুন। আর আপনি যদি ইতিমধ্যে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকেন তাহলে অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যুবশ্রী প্রকল্পের সুবিধাভোগীর তালিকাটি ডাউনলোড করে দেখে নিন তাতে আপনার নাম রয়েছে কিনা।